স্পোর্টস ডেস্কঃ- টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে ভারত।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ৩৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেয় ইংলিশরা।কিন্তু বিরাট কোহলি ৪৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে চাপমুক্ত করেন। কোহলির সঙ্গে সুরেশ রায়নার ৫৪ আর ধোনির অপরাজিত ২১ রানের সুবাদে ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৮-এ। ইংলিশ বোলার জেড ডারনব্যাচ, ক্রিস জর্ডান, টিম ব্রেসনান আর রবি বোপারা একটি করে উইকেট নেন।১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশদের সূচনাটাও দারুণ হয়। উদ্বোধনী জুটিতে ৪৩ রান তোলেন মিচেল লাম্ব ও অ্যালেক্স হ্যালস। তবে খুব দ্রুতই ২ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় তারা। হ্যালসকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার।রায়নার বলে স্টাম্পড হন লাম্ব। লাম্বের সংগ্রহ ছিল ৪৬ রান। এরপর মঈন আলী (৪৬) আর জোস বাটলার (৩০) লড়াই চালিয়ে গেলেও পুরোটা শেষ করে আসতে পারেননি।এই দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন জাজেদা।এরপর বোপারা মাত্র ৬ রানে মোহাম্মদ সামির বলে বোল্ড হলে জয়ের শেষ আশাটিও নিভে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেট ১৫৮।ফলে ২০ রানের জয় পায় ভারত। এদিকে, দিনের অপর প্রস্তুতি ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৩ রানে হেরেছে শ্রীলঙ্কা।সূত্র- রেডিও তেহরান, টসে হেরে ব্যাটিং নেয়া ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ বল বাকি থাকতেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। তারা ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।