আন্তর্জাতিক ডেস্কঃ-মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৫০ জন। এ ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ফেডারেল সরকার সাহায্য করবে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। স্নোহোমিশ কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান ট্র্যাভিস হটস জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সবাই নিহত হয়েছেন বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।” তিনি আরো ছয়টি লাশ উদ্ধারের খবর দেন। এর আগে সোমবার জানানো হয়েছিল, ওই ভূমিধসে তখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া, এখনও ১৭৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরের উত্তরে অবস্থিত স্নোহোমিশ কাউন্টির পাহাড়ি ছোট্ট শহর ‘ওসো’তে শনিবার ওই ভূমিধসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনাকে ছোটখাট ভূমিকম্প বলে বর্ণনা করেছেন। ভারী বর্ষণের পর বিশাল পাহাড়ের মাটি, পাথর ও গাছপালা শহরটির উপর আছড়ে পড়ে। প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যে ছয় মিটার গভীর কাদামাটির স্তুপের নীচে চাপা পড়ে যায়। সূত্র-রেডিও তেহরান