আন্তর্জাতিক ডেস্কঃ- দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক ফেরিডুবির ঘটনায় অন্তত দু’জন নিহত ও অপর ২৯৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে। ৪৫৯ জন যাত্রীবাহী ফেরিটির মাত্র ১৬৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, ৩৬৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা ইওনহাফ জানিয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩৪টি জাহাজ ও ১৮টি হেলিকপ্টারের সাহায্যে বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইনচেয়ন বন্দর থেকে প্রধানত স্কুল শিক্ষার্থীদের নিয়ে ফেরিটি দক্ষিণাঞ্চলীয় ‘জেজু’ দ্বীপে যাচ্ছিল। উদ্ধারকারী জাহাজ থেকে তোলা ছবিতে দেখা গেছে, ফেরিটি কাত হয়ে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। উদ্ধারকারীরা ফেরির বিভিন্ন কেবিনের জানালার কাচ ভেঙে তরুণ-তরুণীদের উদ্ধার করছেন। এটি ডুবে যেতে থাকায় অনেকে সাগরে লাফিয়ে পড়ছে। ডুবন্ত ফেরির কাছ দিয়ে চলাচলকারী অনেক বাণিজ্যিক জাহাজও বেশ কিছু যাত্রীকে উদ্ধার করেছে। নৌবাহিনীর ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন। ফেরির এক নারী কর্মীর লাশ এটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং অপর একজনকে আহত অব্স্থায় উদ্ধারের পর মারা গেছে। খবর রেডিও তেহরান এর।