সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে শহর উপকণ্ঠের লস্কর তেল পাম্পের সামনে থেকে পরিবহনে উঠানোর সময় উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যাইনি।
ডিবি পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উৎপেতে থাকে ডিবি পুলিশ। চোরাকারবারি একটি দল পরিবহনে ফেনসিডিল উঠানোর সময় ধাওয়া করলে ফেনসিডিল বহনকারিরা পালিয়ে যায়। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
কাজী নাসির উদ্দীন/ জি নিউজ