আন্তর্জাতিক ডেস্কঃ- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলতি মাসের ১৭ তারিখে পদত্যাগ করবেন। উপর্যুপরি দু’দফা পাঁচবছর মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করবেন বলে আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন। ভারতে গত ৭ এপ্রিল থেকে সাধারণ নির্বাচন শুরু হয়েছে এবং ১২ মে তা শেষ হবে। ১৬ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পদত্যাগের আগে মনমোহন জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মনমোহন সিং জানুয়ারি মাসে সংবাদ মাধ্যমে সঙ্গে আলাপের সময় বলেছিলেন, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। ২০০৪ সালের সাধারণ নির্বাচনের পর অপ্রত্যাশিতভাবেই মনমোহন সিং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ২০০৯ সালে সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হন মনমোহন সিং। তিনিই জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর দায়িত্ব পালনের পর পুনরায় নির্বাচিত হন। এদিকে, ভারতে এর আগে প্রকাশিত মতামত জরিপে দেখা গেছে, দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে। এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর অন্যদিকে দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যর্থ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নজিরবিহীন পরাজয়ের মুখে এসে দাঁড়িয়েছে।