সাতক্ষীরা প্রতিনিধি , জি নিউজ ঃ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির উদ্যোগে গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে জেলা নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না তার লিখিত বক্তব্যে সাতক্ষীরার সামগ্রিক প্রেক্ষাপটে আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে প্রধান মন্ত্রীর ঘোষনা বা¯—বায়নে এ জেলার উন্নয়ন কল্পে ২৬ টি দাবী পেশ করেন।
দাবী গুলোর মধ্যে রয়েছে, প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী সাতক্ষীরার মেডিকেল কলেজের কাজ দ্র“ত সম্পন্ন করা, নাভারন টু মুন্সিগঞ্জ রেল লাইন স্থাপন, সুন্দরবনের পর্যটন শিল্প বিকাশে দ্র“ত পদক্ষেপ গ্রহণ করা, সাতক্ষীরার বাইপাস সড়ক নির্মান, ভোমরা স্থল বন্দরের উন্নয়ন, সুন্দরবনে পর্যটন শিল্পের বিকাশে দ্র“ত পদক্ষেপ গ্রহণ করা, জেলার শ্যামনগর পৌরসভা এবং শ্যামনগর মহসীন কলেজ সরকারিকরণ করা, সাতক্ষীরায় পাইপলাইনে মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা নেওয়া, খর্নিয়া ব্রীজের অবৈধ টোল আদায় বন্ধ করা, জেলার সকল এলাকার লবণাক্ততা, আর্সেনিক ও আয়রণমুক্ত বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা, সুন্দরবন টেক্সটাইল মিল সরকারী মালিকানায় চালু, কপোতা¶ ও বেতনা নদী খনন প্রকল্প দ্র“ত সম্পন্ন করা, সাতক্ষীরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে সকল বিষয়ে অনার্স কোর্সসহ মাস্টার্স কোর্স চালু করা, সাতক্ষীরা সরকারি কলেজে দ্র“ত মহিলা হোস্টেল নির্মাণ করা, সরকারি কলেজকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে রূপাš—র করাণসহ সাতক্ষীরা জেলা থেকে অর্জিত রাজ¯^ ও বৈদেশিক মুদ্্রার একটি অংশ জেলার উন্নয়নে ব্যয় করার জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাতক্ষীরা প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, ছাইফুল করিম সাবু, গৌর দত্ত, কাজী সাইদ ও আলী নুর খান বাবুল প্রমুখ। সংবাদ সম্মেলনে এদাবী দ্র“ত বা¯—বায়নের ল¶্যে আগামী ২৮ এপ্রিল জেলা জজ কোর্টের সামনে,জেলা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষনা দেন।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা