আন্তর্জাতিক ডেস্কঃ-ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের ছোট ভাই খুনের ঘটনায় জড়িত থাকারদায়ে অভিযুক্ত হয়েছেন। মহারাষ্ট্র কংগ্রেসের এক নেতা হত্যার ঘটনায় জড়িতথাকার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।জেলা কংগ্রেস কমিটিরনির্বাচনে প্রতিভা পাতিলের ভাই শোচনীয় ভাবে পরাজিত হওয়ার কয়েক মাস পর, ২০০৫সালে জালগাওয়ের কংগ্রেস নেতা এবং ইংরেজির অধ্যাপক ভিজি পাতিল মর্মান্তিকভাবে নিহত হন। তার গাড়ি পাথর ছুঁড়ে ভেঙ্গে দেয়া হয়েছিল এবং তাকে ছুরিকাঘাতেহত্যা করা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্ধিতার জেরে অধ্যাপক ভিজি পাতিলকে প্রাণদিতে হয়েছিল বলে ব্যাপক ভাবে ধারণা করা হয়।পুলিশের হাতে আটক দুইব্যক্তি বলেছে, ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের ভাইগজেন্দ্র সিং পাতিল এ বর্বরোচিত হত্যাকাণ্ডের নীল নকশা করেছিলেন।নিহতকংগ্রেস নেতার স্ত্রী রজনী পাতিল অভিযোগ করেন, ভারতের কেন্দ্রীয় তদন্তসংস্থা সিবিআই প্রেসিডেন্ট পাতিলের ভাইকে রক্ষা করার চেষ্টা করেছে।খবর-রেডিও তেহরান,মুম্বাইহাইকোর্টের নির্দেশে এ হত্যা মামলা সিবিআইএ’র কাছে হস্তান্তর করা হয়েছিল।প্রতিভা পাতিল ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।