দিনাজপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ শনিবার দিনাজপুরে আসছেন। কয়েকদিন আগেই পঞ্চগড় জেলায় আসলেও ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর এই প্রথম প্রধানমন্ত্রীর দিনাজপুরে আগমন। দিনাজপুরে আসার পর প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্ভোদন করবেন যেমন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পূণাঙ্গ চালু, দিনাজপুর-পঞ্চগড় রেল লাইনের ডুয়েল গেট রুট কাজের উদ্ভোদন, সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীর বৃহৎ রাবার ড্যাম এর কাজের উদ্ভোদনসহ দিনাজপুর শহরকে সিটি কর্পোরেশন করার ঘোষনাও দিতে পারেন বলে স্থানীয় আওয়ামীলীগের একটি সূত্র থেকে জানাযায়। সকল সফল কার্যক্রম উদ্ভোদনের পাশাপাশি স্থানীয় গোড়-এ শহীদ বড় ময়দানে একটি সামাবেশে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। তাছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরাও ব্যাবপক প্রস্তুতি শুরু করেছে।
সম্পাদনা/শাবানা মন্ডল /১২.০২ঘ /১৮ ফেব্রয়ারি