অনলাইন ডেস্ক:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে। গতকাল বুধবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দহর মারোয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে এমরান মিয়া (৫৫) স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করছিলেন। এ সময়ে ছেলে রায়হান (১৯) তার মায়ের পক্ষ নিয়ে বাবা এমরানের সঙ্গে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে রায়হান ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই এমরান মারা যান।পরে খবর পেয়ে পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়।