অনলাইন ডেস্ক:- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আজও একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে তিন জন। সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এসব সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
রাজধানীর চিত্র : রাজধানীর মিরপুর ১১ নম্বরে বাংলা স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত সোয়া ৮ টার দিকে এ বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।
এছাড়া তোপখানা রোডে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ২টা ২০মিনিটের সময় সচিবালয়ের পিছনে তোপখানা রোডে এঘটনা ঘটে। অন্যদিকে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আদালত পাড়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় পথচারী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের সন্দেহে খুলনা জেলা শ্রমিক দলের যুগ্ম সদস্য সচিব আবিদ হাসানকে (২৭) মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অন্যদিকে, চকবাজারের শরীফ হোটেলের সামনে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এ দুই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিয়াকত আলী জানান, থানার ইস্টার্ন গেট এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয়রা আবিদ হাসান নামে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তবে আবিদ হাসান জানান, তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত নন। খুলনা জেলা শ্রমিক দলের যুগ্ম সদস্য সচিব তিনি। চাকরির জন্য রোববার ঢাকায় এসেছেন।
অন্যদিকে, চকবাজারের শরীফ হোটেলের সামনে ককটেল বিস্ফোরণে রুবেল হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৯) নামে দুই রিকশাচালক আহত হয়েছেন।
রাজধানীর বাইরের চিত্র :
বগুড়া : ঢাকা-নাটোর মহাসড়কের পৃথক দুটি জায়গায় দু’টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গায় বাস ও ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটিসহ কিছু মালামাল পুড়ে যায়। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মর্নিং সান পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় ঘটনাস্থল থেকে ৩টি তাজা পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকা থেকে বই ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৭১১৪) লক্ষীপুরের রামগতির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাকটির ৫ থেকে ৭ শতাংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন ফেরী ঘাট (মাওয়া) এলাকায় গোধূলি পরিবহন নামের একটি বাসে (মেট্রো জ -১৪-১৮৩৬) আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল বলে জানান মাওয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ইউনুস আলী।
সাভার : আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেট এলাকায় সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে থেকে ৮-১০ জন যাত্রী বাসটিতে (ঢাকা মেট্রো-জ-১৪-৩২৩৫) উঠে। গাড়িটি রউফ গেটের কাছাকাছি পৌঁছলে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে ভয় দেখিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। তারা যাত্রীদের নামিয়ে পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানান রফিক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পাবনা : পাবনা সদর উপজেলার খয়েরসুতি এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ট্রাকের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। সোমবার ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে। সদর থানার ওসি আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি সেখানে দাঁড়িয়ে ছিলো। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়া : বগুড়ার শেরপুরে ককটেল ফাটিয়ে বাস ও ট্রাকসহ ৩০ টির মতো যানবাহনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শেরপুর পৌরশহরের ধুনটমোড় বাস টার্মিনাল এলাকায় ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ৩টি বাস, ৩টি ট্রাক এবং ২০ থেকে ২৫টি সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। শেরপুর থানার (ওসি) আলী আহমেদ হাশমী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা একটি প্রাইভেটকার ও সিএনজি চালিত দু’টি অটোরিকশা ভাঙচুর করেছে। খবর: প্রাইম নিউজ, এ সময় অটোরিকশার এক চালকসহ ৩ জন আহত হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরাতন হাসপাতাল রোড ও এম সাইফুর রহমান রোডে এ ভাঙচুরের ঘটনা ঘটে।