অনলাইন ডেস্ক:- প্রায়ই ঢাকা শহরের উপরে ভেসে বেড়ায় কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ বা স্মগ৷ আর শুধু বায়ু দূষণের কারণে প্রতি বছর মারা যায় শহরটির ১৫ হাজার মানুষ৷ তবে শুধু ঢাকা নয়, আরো অনেক শহরের অবস্থা এমন৷ দেখুন এখানে৷
উলান বাটর, মঙ্গোলিয়া- উলান বাটর শুধুমাত্র বিশ্বের সবচেয়ে ঠান্ডা রাজধানী নয়, এটি চরম বায়ু দূষণের শিকারও৷ শীতের মাসগুলোতে টেসিগি-র তাঁবুগুলো গরম রাখতে কয়লা এবং কাঠ ব্যবহার করা হয়, যা শহরের সত্তর শতাংশ স্মোগের কারণ৷খবর:ডিডাব্লিউ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে সাতগুন বেশি দূষিত উলান বাটরের বাতাস৷
ঢাকায় বায়ু দূষণে মরছে বছরে ১৫ হাজার মানুষ
Share This