সাতক্ষীরা প্রতিনিধি,জি নিউজ ঃ সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন হত্যা মামলার এজাহার নামীয় আসামী ও জেলা জামায়াতের রোকন মোঃ সাইফুল্যাহকে আটক করেছে। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শাখাওয়াত উল্যাহ’র ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে জামায়াত নেতা সাইফুল্যাহকে শহরের জজ কোর্টের সামনে থেকে আটক করা হয়। আটককৃত সাইফুল্যাহ সাবেক সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি মামুন হত্যা মামলার এজাহার নামীয় আসামী ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আমান উল্যাহ জানান, আটককৃত জামায়াত নেতা সাইফুল্যাহর বির“দ্ধে হরতালে নাশকতা সৃষ্টি ও গত ২৮ ফেব্র“য়ারী জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায়ের পর সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে জামায়াত-শিবিরের নৃশংস হামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন নিহতের এজাহার নামীয় আসামী। তাকে তাৎ¶নিক ভাবে কারাগারে প্রেরণ করে ১০ দিনের রিমাÊের আবেদন করা হয়েছে। সাইফুল্যার নামে দুটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা