রক্তিম মিলনঃবিতর্ক পরিক্রমা ২০১৫ শিরোনামে ১৩ জুন ২০১৫ সংসদীয় বিতর্কের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসেসিয়েশন এর আমন্ত্রণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ শঙ্কর রায় চৌধুরী ।
সংসদীয় বির্তকের কর্মশালা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে । প্রশিক্ষণ শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এ কে এম নুরুন্নবী । ডিবেট অ্যাসেসিয়েশন এর সাধারন সম্পাদক রক্তিম মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমীন । বির্তকের সঙ্গে শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপন কৌশলের সম্পৃক্ততা থাকার কারনে এই আয়োজন থেকেই ১১-১২ জুন ২০১৫ তারিখে বিকেল তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালা পরিচালনা করেন প্রফেসর শাহ আলম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী ,কাজল রায় এবং মুহিবুল ইসলাম মুন । উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রিষিণ পরিমল ।
কর্মশালাটি নিবীড়ভাবে পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান করার জন্য তিন দিনের কর্মশালায় সর্বক্ষণ উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ ইলিয়াছ সাব্বির । তার নির্দেশনা ও প্রনোদনায় কর্মশালাটি শেষ হয় ১৩ জুন ২০১৫ । এর ধারাবহিকতায় আগামী ২৫ ও ২৬ জুন ২০১৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও বির্তক ক্লাবের অংশগ্রহনের মধ্য দিয়ে ডিবেট কনটেস্ট ২০১৫ অনুষ্ঠিত হবে ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক পরিক্রমা ২০১৫, প্রশিক্ষণ অনুষ্ঠিত
Share This