আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা ::ভোলার মনপুরার মেঘনা নদীর কাতারখাল খাল এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনপুরার মেঘনার কাতারখাল এলাকায় শিশু জান্নাতের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত শিশু জান্নাত মনপুরার দক্ষিণ সাকুটিয়া গ্রামের ফিরোজের মেয়ে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো নয় যাত্রী নিখোঁজ রয়েছেন।
এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন হেলাল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী সহ অন্যান্যরা। ৬টি নিহত পরিবারকে ২০ হাজার করে এক লাখ ২০ হাজার ও ১১টি আহত পরিবারকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা দেওয়া হয়।
ভোলার মনপুরার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার,নিখোঁজ ৯, চলছে উদ্ধার
Share This