ডেস্ক রিপোটঃ বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক দ্রব্য ব্যবহার যুব সমাজের মধ্যে সৃষ্টি করছে অস্থিরতা এবং এতে সমাজে সৃষ্টি হচ্ছে বিশৃংখলা ও পারিবারিক কলহ। চুরি, ছিনতাই ও বিভিন্ন ধরনের ফৌজদারী অপরাধের মূল সুতিকাগার হচ্ছে এই মাদক। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যা ব-২ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৮/২০১৫খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় র্যা ব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ডার্ক কভার ভ্যান ইউনিয়ন এর সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যা ব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডার্ক কভার ভ্যান ইউনিয়ন রেজিঃ নং-২৩ এর সামনে মাদক বিক্রয়ের সময় (১) মোঃ সজিবকে আটক পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৩১৫ বোতল দেশি তৈরী চোলাই মদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ সে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কাওরান বাজার হতে ৩১৫ বোতল দেশি তৈরী চোলাই মদসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Share This