ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার জন্য ৫০ জন গ্রাম পুলিশের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় থানা ভবনে এ নগদ অর্থ বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহমানসহ পুলিশ কর্মকর্তাগণ। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, মাদকমুক্ত উপজেলা গঠনে জনগণকে উদ্বুদ্ধকরণ ও মাদক সম্পর্কে বিভিন্ন তথ্য ও স্থানীয় জনগণকে মাদক সম্পর্কে সচেতন করার জন্য ৫০ জন গ্রাম পুলিশের মাঝে ১শত টাকা করে বিতরণ করা হয়।
ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে মত বিনিময়