নীলফামারী থেকে ফিরে শামীম রেজা, নীলফামারীর সৈয়দপুরে শনিবার ভোর ৬টার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি কাপড়ের দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে অবস্থিত বায়োজিদ মুন্নার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতভাবে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের চারটি কাপড়ের দোকান পুড়ে যায়। এসব দোকানে থান বাপড়, থ্রীপিস, ওড়না, জ্যাকেট, সোয়েটার ও কাটা কাপড় পাইকারি হিসাবে বিক্রি করা হতো। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।তবে এর সাথে কেউ জরিত সন্দেহো থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান ।