অনলাইন ডেস্কঃ এমন অযত ও অবহেলার পরিচয় দেয়ায় ওই মাকে ৫ বছরের কারাদ- দিয়েছে বৃটেনের একটি আদালত। খবরে বলা হয়েছে, যখন সন্তানকে দেখাশোনা করার কথা ক্লেয়ার ব্যারনেট নামে ওই নারীর, তখন তিনি ডুবে ছিলেন ইন্টারনেটে, কিংবা চ্যাটে। তার ছেলে বাড়ির বাইরে বাগানে খেলতে গিয়ে পড়ে যায় পানিতে। ফলে যোশুয়া নামে তার ছেলেটি মারা যায়। পরে পুলিশ এলে ক্লেয়ার জানান, যোশুয়া পানিতে ডুবে যাবার ‘১০ সেকেন্ডের মধ্যে’ দৌড়ে যান তিনি। তবে আদালত বলেছে, ঠিক কখন তিনি দৌড়ে গিয়েছেন, তা জানা সম্ভব নয়। হাসপাতালে নেয়া হলে পরে যোশুয়াকে মৃতই ঘোষণা করা হয়।
তিন জন ভিন্ন ভিন্ন পুরুষের ঔরসে ক্লেয়ার ব্যারনেটের চার সন্তান রয়েছে। বর্তমানে যে বাসায় তিনি ছিলেন, সেখানকার প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা তাকে ওই জলাশয়টির চারপাশে বেড়া দিতে বলেছিলেন। কিন্তু সে পরামর্শ মানার কোনো আগ্রহই দেখাননি ক্লেয়ার। তাই আদালত সিদ্ধান্তে পৌঁছান, তার ‘মারাত্মক তাচ্ছিল্যপূর্ণ মাতৃত্বে’র জন্যেই ওই ছেলেটি মারা গেছে। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রায়ই নিজের সন্তানদের ব্যাস্ত রাস্তার পাশে বিনা নজরদারিতে খেলতে দিতেন ক্লেয়ার। তার দু’ সন্তান অল্পের জন্য গাড়ির নীচে চাপা পড়তো। সে সময় তাদের পরনে যথেষ্ট কাপড়, জুতা ছিল না। ছিল না দেখাশুনার কেউ। এছাড়া এ ধরণের আরও অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ, সন্তান লালনপালে ক্রমাগত অবহেলার পরিচয় দিয়ে যাচ্ছিলেন তিনি। এ যুক্তিসমূহ আমলে নিয়েই তাকে সাজা দেয় আদালত।খবরঃডেইলি মেইল।
ছেলে ডুবলো পুকুরে,ফেসবুকে মগ্ন মা,কারাগারে
Share This