অনলাইন ডেস্কঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশে এখন খুনিরা নিরাপদ। অন্যদিকে আতংকগ্রস্ত সাধারণ মানুষ। জনমনে বিরাজ করছে ভীতি আর নিরাপত্তাহীনতা। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, একের পর এক হত্যা-খুন-জখম-হামলা সন্ত্রাসের ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। আর ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না। এরশাদ বলেন, ‘গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার যেনো অসহায় হয়ে পড়েছে।’
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নিহতের স্বজনরা বলছেন- আমরা কোনো বিচার চাই না। বিচার ব্যবস্থার উপর মানুষ কতখানি আস্থা হারালে একজন নিহত পুত্রের পিতা এমন কথা বলতে পারেন- তা ভাবতেও বিস্ময় জাগে। তিনি বলেন, গভীর উদ্বেগ ও আতংকের সাথে লক্ষ্য করছি যে, দেশে ক্রমাগতভাবে খুনের ঘটনা বেড়েই চলছে।
রাজধানীর প্রাণকেন্দ্র শাহাবাগে আজিজ সুপার মার্কেটে একজন প্রকাশককে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, নিরাপরাধ নারী-শিশু-বিদেশী নাগরিক-রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ সবাই খুনিদের লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে। গর্ভবতী মা পর্যন্ত গর্ভের সন্তানসহ খুনির হাতে প্রাণ দিচ্ছে। খুনির বিচার হচ্ছেনা বলেই হত্যা-খুনের ঘটনা বেড়েই চলছে।
তিনি বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে সকল খুনের অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ।