জি নিউজ: চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে প্রত্যাহার করা হয়েছে ৭ নম্বর বিপদ সংকেত । একই সাথে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় সকল স্থানে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
বৃহস্পতিবার বিকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম সাংবাদিকদের এ কথা জানান।
শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় মহাসেন সীতাকুণ্ড, ফেনী এবং ভারতে ত্রিপুরার কিছু অংশে অবস্থান করছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ঝড়টি আরো দূর্বল হয়ে ক্রমশ মিয়ানমারের দিকে সরে যাচ্ছে। মহাসেন সংক্রান্ত আর কোন প্রাকৃতিক দূর্যোগের সম্ভাবনা না থাকায় বিপদ সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।
সমুদ্রে জোয়ার আসার সময় হওয়ায় উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্র ত্যাগ না করার পরামর্শ দেন তিনি।
বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম-বান্দরবান এলাকায় পাহাড় ধ্বসের সম্ভাবনা ছিল। তবে বৃষ্টিপাত কমে আসায় এসব এলাকায় পাহাড় ধ্বস বা বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হওয়ার আর কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়ি ও তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় মহাসেন বৃষ্টি আকারে ঝড়ে ক্রমশ দূর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সীতাকুণ্ডের নিকট দিয়ে নোয়াখালী চট্টগ্রাম অতিক্রম করেছে মহাসেন।এটি স্থলভাগের উপর দিয়ে আরো উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টি আকারে ঝগিয়ে ক্রমান্বয়ে নিশ্বেস হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে।