শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের এক আদিবাসী যুবতীকে অশ্লীলতাহানীর অভিযোগে বারুয়ামারী গ্রামের আমির আলীর লম্পট ছেলে বাবুল মিয়াকে গতকাল ৩১ মে শুক্রবার গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বাকাকুড়া গ্রামের আদিবাসী যুবতী হোসনা চিছিম আগ্রা গত ২৯ মে মরিয়মনগর তার নানা দিপেন রাকসামের বাড়িতে বেড়াতে এলে লম্পট বাবুল মিয়া তাকে ঝাপটে ধরে অশ্লীলতাহানী ঘটায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানা পুলিশকে অবহিত করার পর গতকাল শুক্রবার পুলিশ লম্পট বাবুলকে গ্রেফতার করে। এ ব্যাপারে হোসনা চিছিমের মা মিনুতি চিছিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য যে, লম্পট বাবুল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও নারী কেলেংকারির একাধিক অভিযোগ রয়েছে।
জাহিদুল ইসলাম/জি নিউজ