সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা পৌরসভায় এবার অর্থ বছরে ছত্রিশ কোটি টাকার বাজেট গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটরিয়ামে ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিল। ’১৩-১৪ অর্থবছরে ট্যাক্সেস, ফিস, শুল্ক, উন্নয়ন আয়সহ ৩৬ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা আয় দেখানো হয়েছে।
অনুর“পভাবে সংস্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পয়ঃপ্রনালী, ত্রান, গাছ রোপন, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন খাতে একই পরিমান ব্যয় দেখানো হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী সদস্য এড.একেএম শহিদুল্যাহ, প্যানেল মেয়র শেখ শফিক-উদ-দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ। বাজেট ঘোষনার আগে মেয়র এমএ জলিল বলেন, পৌরবাসীর ওপর কোনর“প করারোপ না করেই শুধুমাত্র করের আওতা বৃদ্ধি করে গনমুখী একটি বাজেট প্রনয়নের চেষ্টা করা হয়েছে। পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন বলেন, গত অর্থবছরে সাতক্ষীরা পৌরসভা ২৩ কোটি টাকার ঘোষিত বাজেট ¯^চ্ছভাবে কাজে লাগাতে পেরেছে। এটি পৌরবাসীর জন্য সুসংবাদ। এবারের ঘোষিত বাজেটও যথাযথভাবে বা¯—বায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে টিআইবির পক্ষথেকে জনগনের মুখোমুখি হয়ে তিনি সরাসরি জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ফলে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্তহয়ে উঠে।