বিনোদন ডেস্কঃ জাকজমক আয়জনে মরুভূমি ব্যান্ডের প্রথম অ্যালবাম “জীবনের স্রোতে “ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল BGMEAUniversity (BUFT auditorium ) উত্তরায় ! প্রায় দীর্ঘ ৪ ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানটি শুরু হয় জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু মোড়ক উন্মোচন করার মাধ্যমে । পুরো L.R.B ব্যান্ড এর সকল সদস্য ও বিপ্লব (প্রমিথেউস) , সোহাগ (প্রমেথিউস), ফয়সাল (মেটাল মেজ ) সহ নানা জগতের তারকারা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে ! উক্ত অনুষ্ঠান এ আইয়ুব বাচ্চু বলেছেন “ মরুভূমি ব্যান্ড নতুন প্রজন্মের বিজয়ের পতাকা নিয়ে এগিয়ে যাবে , বাংলাদেশী ব্যান্ড জগতে শক্ত অবস্থানে দেখার আশাবাদ বেক্ত করসি এই ব্যান্ডটিকে । মরুভূমি ব্যান্ডের গানগুলো ওদের প্রত্যেকটি মেম্বার এর মতন ই গোছানো ও সুন্দর । আমি মন থেকে দোয়া করি বিশ্বাস করি এই ব্যান্ড অনেক দূর যাবে বাংলাদেশের ব্যান্ড জগতকে অনেক কিছু দেবে ।
বিপ্লব (প্রমিথেউস) বলেন “ অনেক দিন পর ভালো কিছু গানের টানে অনেক বেস্ততার ভিড়েও এখানে না এসে পারলাম না । কঠোর পরিশ্রম মরুভূমি ব্যান্ডকে অনেকদূর নিয়ে যাবে আমি আশা করি “
নতুন দিনের আরও কিছু ব্যান্ড এর জাকজমক পরিবেশনায় মরুভূমি ব্যান্ড এর অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মনোমুগ্ধকর ও প্রাণবন্ত । সব শেষে মরুভূমি ব্যান্ড মঞ্চে আশে এবং তাদের তিনটি গান – প্রতীক্ষার প্রহর , জীবনের স্রোতে ও মেঠোপথ পরিবেশনা করে । এসময় দর্শকের মধ্যে বিপুল সাঁরা লক্ষ করা যায় !” তোরে মন দিয়া মন দিয়া” শিরনামে প্রতীক্ষার প্রহর এই গান টির সাথে সাথে মিলিত ভাবে সবাইকে গাইতে দেখা যায় ।
”জীবনের স্রোতে” , যাতে রয়েছে ভিন্ন ধারার ৯টি গান। ইতিমধ্যে প্রতিক্ষার প্রহর অপ্রকাশিত গানটি জার শিরোনাম “তোরে মন দিয়া, মন দিয়া, আগুন জালাই যে মনে মন এর আগুন মন এ জ্বলে রে” বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
মরুভুমি ব্যান্ড এর যাত্রা শুরু হয় ২০০৯ সালে। ছোটবেলা থেকে একসাথে বেরে ওঠা খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে।আজীবন একসাথে থাকার প্রত্তয়ে তাদের মরুভুমি ব্যান্ড নিয়ে পথ চলা শুরু।
তাদের প্রথম অ্যালবামে প্রত্যেকটি গানেই নিজস্ব স্বকীয়তা এবং আধুনিকতার ছোঁয়া রয়েছে। গান গুলো হল জীবনের স্রোতে, অসহায়, ছোটবেলা, তোমাকে , মানবতা, মেঠো পথ, প্রতীক্ষার প্রহর, মুখশ, শূন্যতা।
দেশের আপামর জনসাধারনকে রুচিশীল ও সৃজনশীল কিছু গান উপহার দিয়ে আজীবন বাংলাদেশের সঙ্গীত জগতে সুস্পষ্ট অবদান রেখে যাওয়াই তাদের স্বপ্ন।
মরুভুমি ব্যান্ড এর বর্তমান সদস্যরা হলেন
ভোকালঃ সাইফ
বেইজঃ ফেরদৌস
ড্রামস – রেহান
গীটার ১ – সুজন
গীটার ২- মামনুন
কীবোর্ড – প্লাবন