জি নিউজঃ-হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতবৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদফতর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, বর্তমান প্রেক্ষিত: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আল্লামা শফীর কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেহের আফরোজ চুমকি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করার একটা পায়তারা চলছে। সমাজের কতিপয় সচেতন ব্যক্তি অসচেতনভাবে নারীর উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। প্রতিমন্ত্রী বলেন, নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস নারীর ক্ষমতায়নে কাজ করছেন। জাতিসংঘে সমকামিতার পক্ষে তিনি নিজের মত প্রকাশ করেছেন। অথচ শফী হুজুর যখন নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা করে সমগ্র নারী সমাজকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেনতখন ড. ইউনূস কোনো প্রতিবাদ জানাননি। শিগগিরই মন্ত্রী পরিষদে ডিএনএ আইন (ডিএনএ পরীক্ষার মাধ্যোমে অপরাধ সনাক্ত করা বিষয়ক আইন) উত্থাপিত হবে জানিয়ে চুমকি বলেন, “নারী নির্যাতন ও ধর্ষণের মামলা অনেক সময়ই সাক্ষীর অভাবে প্রমাণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে নির্যাতিতরা বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়। এ সমস্যা দূর করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডিএনএ প্রোফাইলিং ল্যাব প্রতিষ্ঠা করেছে। মেহের আফরোজ চুমকি জানান, ডিএনএ ল্যাবের প্রতিবেদন আদালতের গ্রহণ করার বিষয়ে বাংলাদেশে কোনো আইন নেই। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানে অধিফতরের মহাপরিচালক আশরাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইএম গোলাম কিবরিয়া।