কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃসাতক্ষীরার শ্যামনগর উপক‚লীয় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ইউনিয়নে খোলপেটুয়া নদীর পাউবো বেড়ী বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। দূর্গাবাটি গ্রামসহ কয়েকটি গ্রাম বাসীর মধ্যে ভাঙ্গন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে টানা বর্ষন ও বৈরী আবহাওয়ার কারণে শ্যামনগর উপক‚লীয় অঞ্চল এর বিভিন্ন এলাকার ওয়াপদা বেড়িবাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বুড়িগোয়ালীনি ইউনিয়নে পূর্ব দূর্গাবাটি গ্রামের হাকিম গাজীর মৎস্য ঘের সংলগ্ন পাউবো বেড়ীবাঁধের ৩’শত ফুট ভাঙ্গন দেখা দিয়েছে। দ্র“ত গতিতে পার্শ্ববর্তী বিকল্প বেড়ি বাঁধের ব্যবস্থা না করা হলে যে কোন মূহুর্তে সম্পূর্ন বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজর“ল ইসলাম জানান, দূর্যোগপূর্ন আবহাওয়া ও নিম্নচাপ দেখা দেওয়ায় পূর্বদূর্গাবাটী স্থানে ৩শ’ ফুট জায়গায় পাউবোর বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছা শ্রম এর মাধ্যমে বেড়ি বাঁধের কাজ চলছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোন অনুদান পাওয়া যায়নি। শ্যামনগর পাইবোর এসডিই বিশ্বজিৎ বোদ্দ ও এসও নিখিল কুমার দত্ত মঙ্গলবার হঠাৎ বেড়িবাঁধে ভাঙ্গনের সংবাদ পেয়ে ভাঙ্গন রক্ষায় ১৫০০ হাজার বস্তা ও ২০ টি বাঁশ স্থানীয় চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, ভাঙ্গনের বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বেড়িবাঁধের ভাঙ্গনের খবর পেয়ে গত বুধবার জেলা প্রশাসক ড. মুহ: আনোয়ার হোসন হাওলাদার, নির্বাহী প্রকিশৌলী মোঃ মান্নান খাঁন, উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক সংশিষ্ট পাউবোর কর্মকর্তাদের বিকল্প বেড়িবাঁধের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পরে তিনি পদ্মপুকুর ইউনিয়ন ও গাবুরা ইউনিয়নের ভাঙ্গন কবলিত স্থান গুলো পরিদর্শন করেন।