অনলাইন ডেস্ক, জিনিউজঃ- রাজনৈতিক সহিংসতা এড়াতে দুই নেত্রীর সংলাপ জরুরি বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এড়াতে দু’নেত্রীর মধ্যে সংলাপ জরুরি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই এ বিষয়ে দু’নেত্রীকে চিঠি দিয়েছেন। আমি মনে করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ প্রয়োজন। আমি দু’নেত্রীকে সংলাপে বসার আহবান জানাই। তিনি মঙ্গলবার এ কথা বলেন , ব্রাহ্মণবাড়িয়া সফরের দ্বিতীয় দিনে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মজিনা আরো বলেন, মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সবসময় ইন্দো-প্যাসিফিক বাণিজ্যের স্বপ্ন দেখেন। বাংলাদেশ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদপুষ্ট এমন একটা জায়গা যার মধ্যদিয়ে দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়ার বাণিজ্য সম্ভব। এসব কারণেই আমি এখানে এসেছি। বাংলাদেশের অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ এলাকা প্রাকৃতিক সম্পদে ভরপুর। পরে তিনি টর্নেডো বিধ্বস্ত সদর উপজেলার পাতিরহাতা গ্রামে বেসরকারি সংস্থা ‘হেবিটেড ফর হিউম্যানিটি’ এর সহায়তায় নির্মিত ৫৯টি বসতঘরের চাবি হস্তান্তর করেন। মজিনা তার সফরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ সার কারখানা, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড ও আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত জেলা পরিষদ মিলনায়তনে খান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, দূতাবাসের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ শাহনেওয়াজ মহসিন, রাজনৈতিক কর্মকর্তা এন্ড্রি কটন, রুবাইন চৌধুরী প্রমুখ, খবর অনলাইন