সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ফরিদা বেগম (২২) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। সে নীলফামারী জেলার দুদলী শান্তিনগর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। বিজিবি এ সময় পাচারকারিকেও আটক করতে সক্ষম হয়। শনিবার রাতে এই আটকের ঘটনা ঘটে।
৩৮ বিজিবি’র অপারেশন অফিসার মেজর আনোয়ার“ল মাযহার জানান, সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের নাসির উদ্দীনের মেয়ে চিহ্নিত নারী পাচারকারী সালমা বেগম কিশোরী ফরিদা বেগমকে ভারতে চাকরী দেয়ার নামে বৈকারী সীমান্ত দিয়ে ভারতে পাচার করে নিয়ে যাচ্ছিল। এ সময় বৈকারী বিওপির হাবিলদার নজর“ল ইসলাম দেখতে পেয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক ভাবে রহস্য বেরিয়ে পড়ে।
শনিবার রাতেই বিজিবি’র পক্ষ থেকে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় পাচারকারি মহিলার বির“দ্ধে একটি মামলা হয়েছে। এদিকে পাচারের সময় আটক কিশোরিকে গতকাল দুপুরে আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। থানা হেফাজতে থাকা কিশোরিকে এনজিও ওয়াল্ড ভিষন নিজ হেফজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে আদালতকে অবহিত করেন।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা