অনলাইন ডেস্ক ঃ- গুরুত্বপূর্ণ খেলাগুলোতে যাতে সমকামী ক্রীড়াবিদদের আলাদা চোখে দেখা না হয় সেই দাবি জানিয়েছেন টেনিস তারকা মার্টিন নাভ্রাতিলোভা ও বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় জেসন কলিন্স৷ এই দুই অ্যাথলেটই সমকামী, যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বক্তব্য রাখতে৷ তাদের এ বক্তব্য ছিল রাশিয়ার শীতকালীন অলিম্পিককে উদ্দেশ্য করে৷ কেননা রাশিয়ায় সমকামিতা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে আইন পাস করা হয়েছে৷ নাভ্রাতিলোভা বলেন, কোনো ধরনের ইভেন্ট বর্জনের পক্ষে নন তিনি৷ কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এটাকে কেন সমর্থন করলো সেটা জানতে চান তিনি৷ সেইসাথে ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠান করার সমালোচনা করেন এই টেনিস তারকা৷ তিনি জানান, সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় ৬টি রাষ্ট্র সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখে এবং এরজন্য তারা মৃত্যুদণ্ডের বিধান রেখেছে৷ তাই কেউ সমকামী হলে কাতারে কারাভোগ করতে পারে৷ কেউ কাতারের বিশ্বকাপ নিয়ে কথা বলছে না, যেটি তাঁকে বিস্মিত করেছে৷ দুই তারকাই জানান, সময়ের সাথে সাথে বিভিন্ন দেশে কিভাবে সমকামিতা বৈধতা পেয়েছে৷ কলিন্স বলেন, ক্রীড়াঙ্গনে তারা গ্রহণযোগ্যতা পাচ্ছেন, যা কয়েক বছর আগে কল্পনা করা যেত না৷ উত্তর আমেরিকার বেশিরভাগ স্পোর্টস লিগ এখন সমকামী অ্যাথলেটদের সমর্থন করে৷ কলিন্স জানান, এনবিএ খুবই ভালো কাজ করছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছে তারা, যা আশাব্যঞ্জক৷ রেকর্ড করা এক বার্তায় নাভ্রাতিলোভা ও কলিন্সের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সমকামী অধিকারের দাবিতে তাদের এই সরাসরি বক্তব্য প্রশংসার দাবি রাখে৷ জাতিসংঘের মার্কিন দূত সামান্থা পাওয়ার জানিয়েছেন, এখনো বিশ্বের ৭৮টি দেশে সমকামীকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় ৷ খবর DW DEএর,