গাজীপুর প্রতিনিধি,জি নিউজঃ- গাজীপুরে জয়দেবপুর রেল স্টেশনে ভাঙচুর ,ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে এক দল সন্ত্রাসীরা। শুক্রবার সকালে জয়দেবপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আগুনে স্টেশনের দুটি কক্ষ, আসবাবপত্র ও যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে গেছে। এবিষয়ে জয়দেবপুর স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন জানান, সকাল পৌনে ৮টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে স্টেশনে ঢুকে। এ সময় স্টেশনে দাঁড়িয়েছিল চিত্রা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস নামে দুটি ট্রেন,সন্ত্রাসীরা স্টেশনের অফিস রুমে ঢোকে আশপাশের লোকজনকে লাঠি পেটা করে সড়িয়ে দেয় এবং তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সন্ত্রাসীরা টিসি অফিস ও স্টেশন মাস্টারের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষ দুটির যাবতীয় আসবাব ও যন্ত্রপাতি পুড়ে যায় বলে জানা তিনি । এবিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, জি নিউজ বিডি ডট নেটর প্রতিনিধি কে জানান এই নাশকতা ঘটিয়েছে জামায়াতা-শিবিরকর্মীরা ।