মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত উদীয়মান তরুণ সংগঠন বাতায়ন ঝিনাইগাতী’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ৩রা জানুয়ারী শুক্রবার রাতে শান্ত মার্কেটের সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাকিবুল হাসান শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন শাওনের উপস্থাপনায় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খাঁন, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আবু হেলাল খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মিলন, আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক আহম্মেদ ও জুয়েল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হায়দার আলী। বক্তাগণ অত্র সংগঠনের কার্যক্রম আরোও বেগবান করার লক্ষ্যে সদস্যেদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনটি সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে উৎসবমূখর পরিবেশের মধ্যে প্রধান ও বিশেষ অতিথিসহ সংগঠনের সদস্যগণ সম্মিলিত ভাবে কেক কেটে প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়। উল্লেখ্য যে, সংগঠনটি ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতীয় দিবস পালন, গরীব ও দূঃস্থদের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরন, মাদক বিরোধী সেমিনার ও কনসার্ট, নিরাপদ সড়ক চাইসহ সমাজের নানান উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।