অনলাইন ডেস্কঃ- সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান /পবিত্র মদীনা শহরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের এ ঘটনায় ২৯ যাত্রী আহত হয়েছে। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ থেকে ৩১৫ জন যাত্রী নিয়ে সৌদিয়া’র বিমানটি মদীনায় যাচ্ছিল বলে জানিয়েছেন সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আল-খাইবারি। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১৮ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিতসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। বিমানটি কোন্ মডেলের বা কেনো এটি জরুরি অবতরণে বাধ্য হল সে সম্পর্কে খাইবারি কিছু জানাননি। অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিমান দৃশ্যত পেছনের ল্যান্ডিং গিয়ার না নামিয়েই অবতরণ করছে এবং রানওয়েত জুড়ে আগুনের লম্বা লেজ তৈরি করেছে।খবর রেডিও তেহরানএর #