সাইফুল ইসলাম ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে দিনমজুর আউয়াল ফরাজী একটি মামলায় আদালত থেকে জামিনে থাকলেও তাকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। আউয়াল ফরাজী ও রিকল সূত্রে জানা গেছে, পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের একটি মামলার ৪ নম্বর আসামী আউয়াল গত বছরের ৯ ডিসেম্বর হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। পুলিশ কিন্তু জামিনের কাগজপত্র দেখানোর সুযোগ না দিয়েই তাকে গ্রেফতার করে দ্রুত পিরোজপুরের ওই আদালতে পাঠায় এবং আদালতে আউয়ালের স্বজনরা রিকলের কাগজ দেখালে তাকে ছেড়ে দেয়। রাজাপুর থানার এএসআই আনোয়ার হোসেন জানান, আউয়াল জামিনের কোন কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।