ছবি – সমকাল, জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজধানী উত্তরা থেকে আন্তর্জাতিক ডলার জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- আফ্রিকার পেরেজ ওয়াই পেরেজ ইফরেইন, সেন কেরিন ন্যাটি ও মিকো স্যান্ডিও নাটালি লোরেল। পুলিশ জানায় গতকাল মঙ্গলবার রাতের ওই অভিযানে জাল ডলার তৈরির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মুদ্রা জালিয়াতির এ চক্রটির ব্যাপারে ইন্টারপোলের পক্ষ থেকে আগেই বাংলাদেশ পুলিশকে সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে ডিবির সহকারী কমিশনার মাহফুজুল আলম রাসেল জানান, গোপন খবরের ভিত্তিতে উত্তরা-৫ নম্বর সেক্টরের ৪নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে পাওয়া যায় জাল ডলার তৈরির কাগজ, রাসায়নিক দ্রব্য, নির্দেশিকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঃ- ২৩ জানুয়ারি ২০১৪