আন্তর্জাতিক ডেস্ক:- সিরিয়ার কুবানিতে এখনও যুদ্ধ চলছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি থেকে আলেপ্পো বা ‘হালাব’-এর দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার। কুবানির জনসংখ্যা প্রায় ৫ লাখ। এখানে রয়েছে ৩১০টি গ্রাম। এখানকার জনগণের প্রায় ৯০ শতাংশই হলো কুর্দি ও তাদের বেশিরভাগই সুন্নি…