জর্জা মেলোনি আন্তর্জাতিক ডেস্কঃ- ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা সেদেশের অতি-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনিকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর মিজ মেলোই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ।…