অনলাইন ডেস্ক:- ইরানি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা নিকি কারিমি ভারতের কোলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (কেআইএফএফ) সম্মাননা পেতে যাচ্ছেন। চলচ্চিত্র উৎসবের ‘নিউ হরিজন’ সেকশনে কারিমি অভিনীত চলচ্চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। একইভাবে এবারের কোলকাতা ফিল্ম উৎসবে বিচারক প্যানেলেও থাকছেন তিনি।নিকি কারিমি…