আন্তর্জাতিক ডেস্কঃ-ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের ছোট ভাই খুনের ঘটনায় জড়িত থাকারদায়ে অভিযুক্ত হয়েছেন। মহারাষ্ট্র কংগ্রেসের এক নেতা হত্যার ঘটনায় জড়িতথাকার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।জেলা কংগ্রেস কমিটিরনির্বাচনে প্রতিভা পাতিলের ভাই শোচনীয় ভাবে পরাজিত হওয়ার কয়েক মাস পর, ২০০৫সালে…