আন্তর্জাতিক ডেস্কঃ- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অস্থায়ী দপ্তর ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। গতকালবুধবার হাজার হাজার বিক্ষোভকারী কঠোর নিরাপত্তা-বেষ্টিতওই দপ্তরের চার পাশে জড়ো হয়েছে।এপ্রতিবেদনটিরেডিও তেহরানএর, বিক্ষোভকারীদের নেতা চাম্পুল জুমসাই বলেছেন, ‘আমরা চাই না ইংলাক সিনাওয়াত্রা প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্স ব্যবহার করুক। ইংলাককে…