অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- ভারত আজ (শুক্রবার) পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যার হুইলার দ্বীপ থেকে এ পরীক্ষা চালায় স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)। সকাল ৯টা ৩৪ মিনিটে একটি ভ্রাম্যমান উত্ক্ষেপণ যন্ত্রের সাহায্যে কঠিন-জ্বালানীচালিত ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।…