অনলাইন ডেস্ক,জি নিউজ:বেনাপোলেরপুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতেদুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গতকালগভীররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুটখালী ইউনিয়নের শিবনাথপুর গ্রামেরচাঁন্দআলীর ছেলে হাবিবুর (৩৫) ও বাঁগআচড়া ইউনিয়নের ১ নম্বর বসতপুর কলোনিএলাকার সবেদ…