অনলাইন ডেস্ক:- মিয়ানমারের সীমান্তবর্তী জেলা মঙডুতে নতুন করে মুসলিম নিধনের ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। গত দু’দিনে মঙডু জেলা শহর থেকে আট মাইল দক্ষিণে অবস্থিত মুসলিম অধ্যুষিত খিলা্ইডং গ্রামে দু’শতাধিক শিশু ও নারীকে হত্যা করা হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে।…