অনলাইন ডেস্কঃ- নরেন্দ্র মোদীর সমর্থনে সবকিছুই ত্যাগ করেছেন তিনি। পোশাক খুলে নিজেকে পদ্মে শোভিত করেছেন। অথচ মোদীকে প্রায় চেনেনই না মডেল মেঘনা প্যাটেল। ডিএনএকে দেওয়ার সাক্ষাৎকারে প্রায় তাজ্জব করে দিলেন তিনি।কিছুদিন আগেই বিবসনা হয়ে পদ্মফুলের বিছানায় শুয়ে মোদীর জন্য ভোট…