সলিম আহমদ সলু(সিলেট ব্যুরো): সিলেটের কানাইঘাটে যৌতুকের শিকার হয়ে ঘরছাড়া হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। নির্যাতনকারীদের নানা হুমকীতে একমাস ধরে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তিনি। সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে অভিযোগ দেয়ার পরও পুলিশ মামলা না নেয়ায় তিনি চরম আতংকের মধ্যে রয়েছেন। অভিযোগ…