মহিউদ্দিন ভান্ডারী (রাজাপুর) প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচন আগামী ২৩ মার্চ। এ উপজেলায় ভোট যুদ্ধ শেষ মূহুর্তের প্রচারণায় উন্মাদ ১০ প্রার্থী। মধ্যরাতেই প্রচারণা শেষ, তাই শেষ মূহুর্তের সময় টুকু কাজে লাগাতে ব্যাকুল প্রার্থীরা। আর আ’লীগ ও বিএনপির প্রার্থীদের বিজয়ের ব্যাপারে টেনশনে প্রার্থীর পাশাপাশি দুই দলের নেতারাও। ভোটাররাও প্রার্থীর বিভিন্ন দিক পর্যালোচনার মাধ্যমে শেষ সময়ের হিসেব–নিকেশে ব্যথ¯— হয়ে পড়েছেন। এ নির্বাচনে দুই দফা মোবাইল ম্যাসেজের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণাও করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড়ইয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির (আনারস) ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাসিম উদ্দিন আকন (দোয়াত কলম) প্রতিদ্ব›দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাকারিয়া সুমন (তালা), আ’লীগের ফকরুল ইসলাম খান (চশমা), মজিবর রহমান মৃধা (টিয়া পাখি) ও চন্দ্র শেখর হালদার (জাহাজ) এবং স্বতন্ত্র এনএ সিদ্দিকী (টিউবওয়েল) প্রতিদ্ব›দ্বীতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার নাসরিন (কলস), বিএনপির নাজমুন্নাহার পুতুল (ফুটবল) ও আ’লীগের আফরোজা আক্তার লাইজু (হাঁস) প্রতিদ্বনদ্বিতা করছেন।