অনলাইন ডেস্কঃ- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের গাড়ী দুর্ঘটনার ঘটনায় মামলা করেছে পুলিশ।
২৯ অক্টোবর রাতে গুলশান থানার এসআই ফেরদৌস আহমেদ বিশ্বাস বাদী হয়ে ওই থানায় মামলা (মামলা নম্বর-৩২) দায়ের করেছেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার রাতে জানান, একটি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধীকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
গত ২০ অক্টোবর এক রিটের শুনানিতে ১৪ দিনের মধ্যে ওই ঘটনায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে ১০ দিন পর গুলশান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, রাজধানী গুলশানের ৭৪ নম্বর রোডে ১২ অক্টোবর সোমবার দুপুরে আ. লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমান তার টয়োটা ফরচুনা (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৯৭৬) গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রিকশাকে সজোরে ধাক্কা দেন। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়, যেটি পরের দিন বিভিন্ন পত্রপত্রিকায় খবর আসে।