অনলাইন ডেস্ক, জি নিউজঃ- অসুস্থ মাকে অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার অভিযোগে তাইওয়ানের এক আদালত ৩৬ বছর বয়সী চ্যাং চিং-চিয়াংকে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে।চ্যাংয়ের মা তার তাইওয়ানের উত্তরাঞ্চলে অবস্থিত অ্যাপার্টমেন্টে অনাহারে মারা যান। এ সময় তার শরীরে পোকা বাসা বেধেছিল। চ্যাং এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।চ্যাংয়ের স্ত্রী গত বছরের আগস্ট মাসে তার ডায়াবেটিসে আক্রান্ত শাশুড়িকে তাদের অ্যাপার্টমেন্টে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ কর্মকর্তারা ওই অ্যাপার্টমেন্টে গিয়ে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। এ সময় তার ওজন ছিল ৩০ কিলোগ্রামেরও কম (৬৬ পাউন্ড)। তার শরীরে পোকা বাসা বেধেছিল। কামরাটিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। শব পরীক্ষকরা অনুমান করছেন যে ৫৩ বছর বয়সী ওই মহিলা এক সপ্তাহেরও বেশী সময় আগে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর আগে অন্তত পাঁচ দিন তিনি অনাহারে ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চ্যাং ইন্টারনেট ক্যাফেতে কম্পিউটার গেমস খেলে সময় কাটাত। এ কারণেই একসাথে থাকলেও সে তার অসুস্থ মাকে ঠিকমতো দেখাশুনা করত না। তাইওয়ানে সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধ-বৃদ্ধাদের অবহেলা ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর কারণে আইন প্রণেতারা বৃদ্ধ বাবা-মাকে অবহেলাকারী প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের কারাদন্ডের বিধান রেখে একটি বিল উত্থাপন করেছেন। ২ কোটি ৩০ লাখ জনসংখ্যা অধ্যুষিত তাইওয়ানের মোট জনসংখ্যার ১০.৭ শতাংশর অধিক লোকের বয়স ৬৫ বছর ও তার বেশি।