জি নিউজঃ-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী দেশের জননন্দিত এ নেত্রী ৬৮ পেরিয়ে এদিন ৬৯’এ পা দিচ্ছেন। এ উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের পক্ষে আলাদা আলাদাভাবে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়েছে। কেক কাটার এ আয়োজন ঘিরে উপচে পড়া ভিড় দেখা যায় দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহানগর বিএনপির পক্ষ থেকে ৬৯ পাউন্ডের কেক কাটেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া মহানগর বিএনপির পক্ষে কেটে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানো শুরুর পর অঙ্গ সংগঠনের পক্ষেও কয়েকটি কেক কাটা হয়। ছাত্রদলের ৬৯ পাউন্ডের কেকটিও কাটেন ড. মোশাররফ হোসেন । তিনি বলেন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে ৯০ ভাগ জনগণের সমর্থন রয়েছে। চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যেভাবে সমর্থন দিয়েছেন, ভোটের আন্দোলনে সেই সমর্থন অব্যাহত রাখার জন্যও তিনি দেশবাসীকে আহ্বান জানান। এছাড়া ঢাকা মহানগর বিএনপি, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি নিয়েছে। বিএনপির সিনিয়র নেতারাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জি নিউজ/তাঃ-১৫ আগস্ট ২0 ১৩