জি নিউজঃ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ বিশ্ব মা দিবস পালিত হবে । আজ রোববার বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়ে আসছে নানা ভাবে, নানা আয়োজনে।সবচেয়ে আপন মানুষটিকে আরও বেশি ভালোবাসার, আরও বেশি মনে করার দিন আজ। সন্তানের জন্য গর্ভধারিণীকে বিশেষ ভাবে ভালোবাসার কোনো বিশেষ দিন থাকে না। তারপরও মায়ের প্রতি ভালোবাসা জানাতে কারো কোনো আপত্তি থাকে না। আজ তারা অনেকেই মাকে কিছু না কিছু উপহার দেবার চেষ্ঠা করবেন। আর কিছু না হোক কাছে গিয়ে ‘মা’ বলে প্রাণ ভরে ডাকবেন। আসলে মা হতে পারা অনেক বড় ভাগের ব্যাপার। বিশ্বে এমন অনেক নারী আছেন যাদের নিজের কোন সন্তান নেই। তারাও অন্যের সন্তানের মুখ থেকে মা ডাকটি শূনতে চান।সন্তানের মুখে মা ডাকই হচ্ছে সবচেয়ে মধুর।গানের ভাষায়, মাগোঁ তোমায় মনে পড়ে, মাগোঁ তোমায় মনে পড়ে ।