জি নিউজ অনলাইন:- সম্প্রতি আনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আজকেও লাঠিপেটা করেছে পুলিশ।
রাজধানীতে আজ বুধবার সকালে শহীদ মিনারে অবস্থান শেষে দুপুরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শাহবাগের দিকে মিছিল নিয়ে যান। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন শেষে মহাখালিতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে মিছিল নিয়ে রওয়ানা হয়। পথে কারওয়ান বাজারে সোনারগাঁ হোটেলের পাশে শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়লে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ঐ এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এরপর পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে বঙ্গবন্ধূ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, অসৎভাবে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হবেন তাদের কাছ থেকে সৎ সেবা আশা করা যায় না। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নতুন করে পরীক্ষা নেয়ার জন্য তারা সরকারকে পরামর্শ দেন।
এদিকে তাদের দাবির সমর্থনে আজ সারাদেশে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পেছনে কোনো উস্কানিদাতা আছে ।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান,‘আমি যা বলার আগেই বলে দিয়েছি। রাস্তা অবরোধ করে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না।
আন্দোলনরত শিক্ষার্থীদের আজও লাঠিপেটা করেছে পুলিশ
Share This