জি নিউজ বিডি ডট নেট ঃ- দেশে গণতন্ত্রকে অবমুক্ত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অবসান সম্ভব। গতকালরোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার জগদল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। আজকের দিনে শপথ হলো- জগদল পাথরকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। মির্জা ফখরুল সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এভাবে হত্যাযজ্ঞ নির্যাতন নিপীড়ণ চালিয়ে জনগন তথা বিরোধীদলের কণ্ঠকে স্তব্ধ করে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে কখনো অব্যাহত রাখা যাবে না। অবিলম্বে রাষ্ট্রীয় নির্যাতনের এই ঘৃণ্য পথ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তাঃ-২০ জানুয়ারি২০১৪